হেরেই গিয়েছি আমি জীবনের সংগ্রামে
হারতে চাই না তবু, ভুবনের অনিয়মে,
শির যদি করি নত সুখ আসে অবিরত
তবু চাই না হতে আমি তোমাদের মত।


হেরে গেলে প্রলোভনে জিতে যায় শয়তানে
ভেবেছ কি একবার ব্যথা পায় প্রভু মনে?
মিথ্যার আশ্রয় নিয়ে ধোঁকা দাও দিনেরাতে
তাইতো চাই না আমি তোমাদের মত হতে।


তোমাদের প্রয়োজনে শুষে নাও বারে বারে
হৃদয়ে যতটুকু ছিল প্রেম প্রিয় প্রভুর তরে,
পরকীয়া নয় শ্রেয়, ভালোবেসো একজনে
সুখে-দুখে যেইজন প্রিয় বলে কাছে টানে।


পরাজিত হলে আলো, হেরে যায় বিশ্বাস;
আঁধারে তলিয়ে গেলে, পাবে না আশ্বাস,
ঝলমলে পৃথিবীটা, মনে রেখো মরীচিকা;
তাই, মুক্তির তরে প্রভু দিয়েছেন পথরেখা।