সমাধিপরে আমার লিখে দিও প্রিয়,
বিদায় জানাই পান্থ!
এ মাটি যেন থাকে জননীর মতন,
স্নেহ-মমতায় শান্ত।


এ পারের মত ওপারে যেন না পাই
বেইনসাফ-অবিচার!
আলোর ফোয়ারা ছড়ায় যেন দ্যুতি
পাই যেন সুবিচার।


এ জীবন আমার করেছি খরচ হায়!
অহেতুক নষ্ট খেলায়,
তবু, আশা রাখি মহান প্রভুর কাছে-
সুখ পবো ও বেলায়।


বুঝিনিরে দুনিয়াটা তামাশার আধার!
চলেছি আপন খেয়ালে!
শয়তানের ধোঁকায় করেছি কত পাপ
আবদ্ধ ছিলাম দেয়ালে!


আল্লাহ্’র বিধানকে করেছি অবহেলা!
মেনেছি শয়তানের কথা!
করেছি অপরাধ! দয়ার সাগর তুমি,
ক্ষমা করো সৃষ্টির পিতা।