অসম সমরে দেখি লাশের মিছিল
রক্তস্রোতের ধারায় সড়ক পিচ্ছিল!
পরাজিত বিবসন, যেন অর্বাচীন!
অসময় কষ্টকর, কাটে নারে দিন।
হিসাবের গরমিলে হারিয়ে গৌরব
নতজানু জীবনের ঘুচিবে সৌরভ!
নির্জিতর আর্তনাদ বাড়াবে শরম
দুঃখ করবে জর্জর সেদিন চরম!


অতএব ভুলগুলো করে সংশোধন
নিষ্কলুষ হই ছেড়ে ভুল বিনোদন;
আগামীর দিনলিপি করিয়া স্মরণ-
আলোকিত মোহনায় চাইগো মরণ।
হে মহান মহিয়ান করো নিবারণ,
অহেতুক-অত্যধিক নেই প্রয়োজন।