ক্ষুব্ধ মানুষ এখন ইনসাফ চায়;
অথচ, উন্নয়নের জোয়ারে বিশ্ব
ভাসছে স্বর্গের বর্ণময় সরোবরে!


কল্পনার আকাশ জুড়ে শোভমান
তারকারাজির চাকচিক্যকে কেউ
পুঁজি করে বন্টন করে প্রসন্নতা!
অথচ, তারা কিন্তু বিধাতা নয়।


প্রতারণা জনতাকে বিষণ্ণ করে;
লাগাতার তামাশা-প্রহসন যখন
হৃদয়ের গভীরে সৃষ্টি করে ক্ষত!
তখন, মানুষ ক্ষুব্ধ হতেই পারে।
সমন্বিতভাবে ইনসাফ চেয়ে বসে!


এভাবে জনপদ হঠাৎ ফুঁসে উঠে!
ভুলের অলিগলি ঘুরে ঘুরে খুঁজে
বেড়ায় মিলনের নিরাপদ মোহনা;
একবার যদি খুঁজে পায় জনস্বার্থে,
বজ্র নিনাদের রূপ পায় কন্ঠস্বর!
তখনই জন্ম নেয় মুক্তির বিশ্বাস।