প্রেমের কবিতাই শুধু কবিতা নয়;
জীবনের কথা বলো, সমাজের কথা বলো,
তবেই কবিতা রবে জনতার অন্তরে,
সমাজ, রাষ্ট্র হবে কাব্যময়।  


তোমাকে আমার খুবই কেন যেন ভাল লাগে!
সবিনয় নিবেদন, ভালবাসার চাই প্রতিদান,
জীবন নগন্য অতি, বর্ণিল হলেও ক্ষণস্থায়ী;
সময় নির্মম, বিধাতার ইশারায় নিয়ে যায় প্রাণ।


বিভিষিকাময় দু:সময় শোনায় আর্তনাদ!
বিরল প্রজাতির মত অচ্ছুৎ সম শূন্যে চায়,
আসমানী বার্তার প্রতিক্ষা, পূণ্যতার প্রমাণ নিয়ে
অরণ্যাচারীর পাপ মোচনে খন্ডিত দু:খ দিয়ে যায়!


সত্যের পতিত রূপে অমঙ্গলের ছায়া ধেয়ে আসে,
বিধাতার রায় এখন কে শোনে, কেইবা শোনায়!
অশনি থাবার নীচে নিয়মের প্রহসন মুচকি হাসে;
শকুনের মত করে খামচে ধরে সম্ভ্রম লুটে নেয়!


সুখের প্রতিচ্ছবি কেড়ে নেয় প্রখর রবি
রুগ্ন ধরার মত আশা দিয়ে করে ক্ষত!
কোথায় প্রেমময়, আরেকবার হও সহায়,
মুক্তির সন্ধানই আমার হয় যেন ব্রত।