স্নিগ্ধ চাঁদের মুগ্ধতা
যদি ঝলসে যায়-
প্রখর রবির উত্তাপে,
লক্ষ-কোটি স্বপ্নগুলো
অমানিশার অন্ধকারে
পথ হারাবে ঘোরপাপে!


অন্ধগলির যন্ত্রণায়
সৎ-সতীরাও বিগড়ে যায়
মুক্ত হাওয়ার ভ্রষ্টতায়!
শিউলি-বকুল ঝরার পরে
গোলাপ কুঁড়িও কষ্ট পায়,
কলমিলতাও মুক্তি চায়!


নব্য রবি খামচে ধরে
শিমুল-জবার নগ্ন পাও,
শ্বেত বলাকার শুদ্ধতাও!
পশ্চিমা ওই ঝড়ো হাওয়ায়
প্রবল স্রোতে আসছে তেড়ে
বারবনিতার নাও!


জবাবদিহির অভাব যদি
আগামীকেও করেই গ্রাস!
বিজ্ঞানীদের থাকবে সুখ?
মহান কবির কাব্য গাঁথাও
নেতিয়ে পড়বে ভোগীর পায়!
ছদ্মবেশীর শান্তিনীড়েও বাড়বে দুখ!