থেকে থেকে খসে পড়ে নিরালোক তারা
রেখে যায় কিছু স্মৃতি হয়ে সাথী হারা!
জীবনের লেনা-দেনা, করে দিয়ে শেষ-
চলে যায় সব ছেড়ে, থাকে কিছু রেশ।
প্রেম-প্রীতি ভালোবাসা সব মিছে মায়া
মনো মাঝে থেকে যায়, অমলিন ছায়া!
হয়তোবা বাকি থাকে, কিছু কথা বলা
যায় না রে বলা তবু শেষ হয় বেলা!


কেন এসে দুনিয়াতে, কেন ফিরে যায়!
কিছু কিছু ভুল থেকে শুধু ব্যথা পায়!
রেখে যায় মায়া ভরা কিছু স্নেহ হারা,
হৃদে রাখে শত শোক, স্বজাতীয় যারা!
মোহ কেটে গেলে আসে বিদায়ের পালা
পিছে পড়ে থাকে শুধু এক রাশ জ্বালা!



অবশেষে আমরা সবাই বিধাতার বিধির কাছে এক সময় হেরেই যাই! তবু স্রষ্টার অস্তিত্ব আর শক্তিকে স্বীকার করি না! এখানেই আমরা পরাজিত হয়ে অজানার পথে পা বাড়াই! যেমন করে গত ১০/০৯/২১ তারিখে চলে গেলেন বীর মুক্তিযাদ্ধা শ্রদ্ধেয় মুকুল ভাই। তাঁর আত্মার শান্তি কামনা করে, কবিতাটি তাঁকেই উৎসর্গ করলাম।