শেকড়েই যদি ধরে যায় ঘুন
বৃক্ষ কি বাঁচে ভবে?
যেমন বাঁচেনি নিষ্পাপ দু’টি শিশু
আপন মায়ের তান্ডবে!


সংবিধানেও দাও যদি গোঁজামিল
বাঁচবে কি এই দেশ?
সময় থাকতে সাধু হও গৃধু
ঠাঁই হয়ে যাবে শেষ!


মিলনের মালায় গাঁথিয়া বিশ্ব
কবে হবে মহিয়ান?
রুধির স্রোতধারা হয় প্রবাহিত
স্বপ্নের হয় অপমান!


স্রষ্টাকে যদি করি কলুষিত
সৃষ্টি কি রবে শান্ত?
বিশ্বাস যদি মরে যায় কভু
সময় পাবে না পান্থ।