মুসলমান তো তারাই,
যারা বিনা কারণে হত্যা করে না কাউকে।


কারণ, পবিত্র কোরআনের সূরা মায়েদার
বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ্তা’লা বলেন,
“অকারণে যারা একজন মানুষকে হত্যা করলো,
সে যেন সমস্ত মানবজাতিকেই হত্যা করলো;
সারা পৃথিবীর মানুষকে হত্যা করার পাপ
জমা হবে তাদের আমলনামায়।


পক্ষান্তরে, কেউ যদি নিরাপরাধী কাউকে
বিপদমুক্ত করে, রক্ষা করে মৃত্যু থেকে,
সে যেন পৃথিবীর সমস্ত মানুষকেই বাঁচালো।”


নবীর বাণী যে করে না বিশ্বাস,
কখনো হতে পারে না সে মুসলমান।
মুসলমান তো সেই তারাই, যারা
আল্লাহ্’র রসুলের আদর্শের সৈনিক।


তিনি বলেছেন, “আমার উম্মৎ শোন,
কোন সংখ্যালঘুর উপর করো না জুলুম;
বিনা দোষে কষ্ট দিলে কিংবা করলে হত্যা
কাল-কিয়ামতের ময়দানে আল্লাহ্’র দরবারে
আমি বিশ্বনবী, তোমাদের বিরুদ্ধে
দায়ের করবো মামলা।”


তাই শোন হে মানুষ,
রসুলের আদর্শের সৈনিকদের বিরুদ্ধে
মিথ্যা অপবাদ কখনো আরোপ করো না।