ভারত মাতা ভারত মাতা
আর করো না মূর্খ পিতা!
কন্যা শিশু জন্ম নিলেই
করতে তারে খুন!
আল্ট্রাসনো আসার পরে
গর্ভে এখন মারছো তারে
নিষ্ঠুরতা কমিয়ে দিলে
এই তোমাদের গুণ!


প্রভূর হিসাব মানছো না কেউ
জ্ঞানী-গুণী মূর্খ যে সেও
ভাবছো মেয়ে খুব অপয়া!
করছো তারে ঘীন,
খাবে পড়বে জীবন ভরে
যৌতুক নিবে বিয়ে করে
তাইতো মেয়ে থাকলে বেঁচে
বাড়বে শুধুই ঋণ!


ধিক্ তোমাদের বুদ্ধি-বিবেক
আজও আছ তোমরা সাবেক
মঞ্জু সিং এর বাপ-দাদারা
করতো এমন কাজ,
একাল-সেকাল সব হারাবে
ক’দিন বাদে ‘মা’ কে হবে?
সভ্য হয়ে শিখছো কী ভাই
হয় না তোমার লাজ?


মঞ্জু সিং এর গল্প পড়ে
অবাক হলাম বলছে কী রে!
মধ্যপ্রাচ্যে আগে ছিল
এমন খারাপ দিন,
একুশ শতক চলছে যখন
অনেক রাজ্যে করছে রোদন
হাজার শর্তেও পায় না যুবক
নতুন বধুর চিন্!


হরিয়ানার মতই নাকি
অনেক রাজ্যে পায় না সাকি
মধু বিনে মৌমাছিদের
ঝরছে চোখের জল,
কানন ভরা বৃক্ষ যবে
দিনে দিনে শুকিয়ে যাবে
ফুল যদি আর না ফোটে ভাই
কোথায় পাবে ফল?



(বি দ্রঃ- খবরে প্রকাশ, হরিয়াণা রাজ্যের মঞ্জু সিং যখন জন্ম গ্রহণ করেছিল তখন তার বাবা তাকে জ্যান্ত পুঁতে ফেলার জন্য মাটি খুঁরছিল, আর সেই ফাঁকে তার নানী তাকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন । মঞ্জুর বাবার ভাষ্য, তার বাবাও নাকি তার চোখের সামনেই তার বোনকে জীবন্ত কবর দিয়েছিল ! আর সে তার পারিবারিক ঐতিহ্য(!)কেই মেনে চলতে চায় ! অবশ্য ইতোমধ্যেই হরিয়াণা সহ আরও কিছু রাজ্যে নাকি এমন কি রাজনীতিবিদরাও অন্য রাজ্য থেকে বউ যোগাড় করে দেবার শর্তে ভোট প্রার্থী হয়ে থাকেন ! সেই ভাগ্যবতি মঞ্জু সিং এখন ৩৫ বর্ষী, একাধিক কন্যা সন্তানের জননী । বর্তমানে সে বিশেষ করে নারী জাতিকে এমন পাপ কাজ থেকে বাঁচার জন্য সচেতন করতে জীবন-পণ লড়াই করছে । এখন উচিৎ সকল সচেতন মানুষকেই মঞ্জু সিং এর দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া । কবিতা টা কাউকে ছোট করার জন্য আমি লিখিনি, শুধু দায়িত্ব পালন করেছি মাত্র । তারপরও কেউ দুঃখ পেয়ে থাকলে ক্ষমা প্রার্থী ।)