মানুষ জন্মগতভাবেই ধর্মপ্রিয় এবং স্বাধীনচেতা।
ঘর যদি মজবুত হয়, তাতে প্যালা লাগে না।
একাই বুক চিতিয়ে দাঁড়িযে থাকতে পারে নিজের পায়ে;
প্রতিরোধ গড়ে তুলতে পারে প্রবল ঘূর্নিঝড়ের বিপরীতে।
প্রয়োজন হয় না বিপরীত মেরুর কোন সাহায্যের।


বাঁশশাল, নবশাল আর খেঁকশিয়ালদের উচ্ছিষ্টভোগীদের নিয়ে
ব্যঙ্গ পিয়াসীরা কতদূর আর এগোতে পারে!
তা ছাড়া সাথে আছে পাকিপ্রজন্মের সত্যভ্রষ্টের নালায়েক!
যারা সুবিধাবাদ-জিন্দাবাদ বলেই ফাটা ঢোল বাজায়!
একাত্তর, ছিয়ানব্বইয়ের কথাই ভাবুন না!
আসলে যারা একবার ভুল করে, তারা বার বারই করে।


চাইলেই নেতা হওয়া যায় না, সৃষ্টির অনুভূতিকে আত্মস্থ করতে হয়;
কূটকৌশল আর ষড়যন্ত্রের প্রতিপক্ষে হারমনিয়ম পার্টির মিষ্টি গান!
তাতে আবেগ সৃষ্টি হলেও ভিতের মজবুতি প্রকাশ পায় না।
বিশ্বাসের বলিষ্ঠতা আর সাহসের প্রমাণ চাই গণবিস্ফোরণে।
ভদ্রতার খোলস পড়ে ভীরুদের কাজ নয় দানব নিধন;
ইতিহাসের পাতা থেকে দৃঢ়চেতা নেতাদের পদাঙ্ক চিনে নিতে হবে।
তবেই পাবে বিজয়ের আনন্দ আর মুক্তির অমিয় স্বাদ।