অর্জন বলতে তো সূর্য খচিত সেই সবুজ গালিচাটাই!
সেটাও নাকি শুনি এখন পক্ষ -বিপক্ষের পরিমাপক!
আমার সমস্যা! সময়ের হিসেবটা সময়ে না বোঝা!
মানুষের চেহারা ছুরৎ, পোষাক দেখে এখন আর
মানুষ চেনা যায় না! বিশ্বাসও করে  বিশ্বাসঘাতকতা!


আলোহীন অন্ধ রাতে জোনাকির ভেংচিটা মন্দ না!
আকাশে তারার মেলা থাকলেও, একেবারেই নিষ্প্রভ;
তাই আঁধারি রাতেই সুপথ হাতড়াতে গিয়ে
নাগ-নাগিনীর ছোবলে নীরাজনের দেহ পড়ে থাকে
অপোক্ত ধানক্ষেতের আলপথে প্রাণহীন!


বাজারে মুলার মূল্য না থাকলেও নাকের ডগায়
ঝুলিয়ে দিতে পারলেই কদর বেড়ে যায় বহুগুন!
কবিতাও এখন নগ্ন নারীর মত বাহারি বিজ্ঞাপন!
কিন্তু লোভ আর মোহ মানুষকে অবিশ্বস্ত করে তোলে!
তাইতো দ্বিধা এসে বলে, বিশ্বস্তকেও বিশ্বাস করো না!
কারণ ওদের হৃদয় জগতে মরীচিকা জমে গেছে!