হৈ হৈ কান্ড রৈ রৈ ব্যাপার
মাইকের শব্দে কান ঝালা পালা!
মঞ্চায়িত হবে আজ যাত্রা মঞ্চে
শ্রেষ্ঠ উপহার “নেংটো রাজার পালা!”


দূর দূর থেকে কত নর-নারী এসে
জমায়েত হতে থাকে প্যান্ডেল ঘিরে,
টিকিট কিনলো ব্ল্যাকে বেশি দাম দিয়ে
টিকিট না পেয়ে কত চলে গেল ফিরে!


সন্ধ্যার পর থেকে খুলে গেল দরজা
বাহারি বাতির খেলা আহা! কিরে বাজনা!
দর্শকে ঠাসাঠাসি খালি নেই জায়গা
নীরব দর্শক যেন সন্মোহিত, রাও করে না।


বলা নেই কওয়া নেই চলে গেল বিদ্যুৎ!
শুরু হলো তান্ডব; আহাজারি কান্নার রোল!
বাইরে নিয়োজিত রক্ষীরা নিশ্চুপ, দরজাও বন্ধ!
ধর্ষিত প্রতারিত মানুষকে দিয়ে গেল আন্ধারী গোল!


স্মৃতিটুকু রয়ে গেল লুন্ঠিত মানুষের মনে হয়ে জ্বালা!
শেষ হলো শেষ রাতে মোহনীয় “নেংটো রাজার পালা।”