নারীগণ খোঁজেন মাঠে ঘাটে আপনার সম্মান
মানব জননী নারী, বোঝে না তার অবদান!
কর্মদোষে গিয়ে অফিসে ভোগ করে জ্বালাতন!
নিজেকে না চিনে নারী, শুধু হয় অপমান!


গণপরিবহনে নিপীড়নে যতটুকু পায় দুখ!
অন্তঃপুরে তার চেয়ে ঢের বেশি আছে সুখ;
নারী! আরশী কি বলে! মনে লিখে রাখ,
পিতা-স্বামী-পুত্র আর তুমি এক রকম দেখ?


সম্মানিত নারী! চাইলে তুমি ‘মা’ হতে পার;
পুরুষ চাইলেও পারে না কেন তোমার মত?
ওদের দেহ-মনের সাথে তুলনা কর, ভাবো;
চাইলেও পারবে না মিলাতে, চেষ্টা কর যত।


ভেবে দেখ নারী, সেই প্রবাদ বাক্যের কথা,
দিল্লীর লাড্ডু খাক না খাক, উভয়েই পস্তায়!
নীরবে হজম কর, তারপরও জিদ নিয়ে চল
নষ্ট করে সন্তানের সুন্দর ভবিষ্যৎ অবলীলায়!


তুমি ‍কি জানতে চেয়েছ কখনও স্রষ্টার কাছে!
নারী-পুরুষের কর্মক্ষেত্রে কেন এতো বিভাজন?
পুরুষ পারে না কেন মমতা বিলিয়ে দিতে-
যেমন পার তুমি, হোক না সে বড় মহাজন!


ভোগের লালসায় ওরা করে না বাছ-বিচার!
বিকৃত পুরুষ তোমাকে চায় ভোগ্যপণ্য রূপে!
যে নারী বোঝে না! প্রতারিত হয় বার বার
জ্বলে মরে দুই কুল হারিয়ে, স্রষ্টার অভিশাপে!  



(চলমান সামাজিক বাস্তবতার নিরিখে)