বাতাসে কান পেতে শুনি মজলুমের আর্তনাদ!
ভাবি বধির কেন হলাম না!
খবরের কাগজে চোখ রেখে দেখি,
অসহায় মানুষ হয় জুলুমের শিকার!
ভাবি অন্ধ কেন হলাম না!


হায় আল্লাহ্!
আর কতটা জুলুম হলে সীমা লঙ্ঘন হবে!
আর কতটা খুন আর অশ্রু ঝরলে,
আর কতগুলো নারীর উপর গ্যাংরেপ হলে,
আর কত অহাজারি, দীর্ঘশ্বাসে আরশ কাঁপবে!


অর্থ-বিত্তের দাপট আর ক্ষমতার দম্ভ
মানুষকে কতটা অমানুষ করে দেয়,
বোঝে শুধু অসহায় নিপীড়িত জনতা!


দুর্বল চিত্তের মানুষ বিভ্রান্ত হই
দুর্বিণীতের নির্যাতনে নিরন্তর!
তার চেয়ে সেই ভাল,
তোমার গজবে খসে পড়ুক অত্যাচারীর খড়গ!



বিঃদ্রঃ  আজকের দৈনিকে একটা গ্যাংরেপের দুঃসংবাদ পড়ে মনটা খুব খারাপ হয়ে গেল!