প্রতিপক্ষ নেই কার?
অথচ, বর্তমানকে আরণ্যক আর
শত্রুর সংজ্ঞায় সংজ্ঞায়িত করে
বিদ্বেষ করি বাজারজাত!
নীতির কালোবাজারে দর্শন হুমকির মুখে!
মূল্যবোধের বাঁধ ধ্বসে গেছে কবেই!
দুঃস্বপ্নের রমরমা বানিজ্য আর
অসত্যের দুর্বিনীত প্রবাহ প্রজন্মকে করে গ্রাস!
ভালবাসার জমিনে ক্ষত-বিক্ষত লাশ!
মায়ের ছিন্ন আঁচলে সন্তানের রক্তাক্ত দেহ!
মুক্তির আকুতির দায়ে এখন
প্রচারিত হয় নিখোঁজ সংবাদ!
রূঢ় বাস্তবতায় মুখোশ উন্মোচিত হয়!
তবুও জনতা নির্মমতায় নিত্য অসহায়!
একদা স্বপ্ন কিনেছিল অনেক রক্তের দামে;
আজ দেখে দুষ্টচক্রের অভিনব-অভিনয়!