অসত্যকে ঘৃণা কর
ঘৃণা কর অশ্লীল শৌর্য,
যেখান থেকে ফুঁসে ওঠে
অবাঞ্ছিত লাখ কোটি বর্জ্য।
ওরা অরণ্যচারী ভ্রষ্ট
সৃষ্টির কলঙ্ক ওরা নিকৃষ্ট!
অকারণে আঘাত হেনে
বিশ্বাস কেড়ে নিতে চায়,
কেড়ে নিতে চায় আমার
আজন্ম লালিত স্বপ্ন!
ওরা উত্তপ্ত লাভার মত
জ্বালিয়ে দেয় আবাদী জমিন,
বিকৃত মুখে ছোটে
সাগরের ফেনা রাশি রাশি,
অহেতুক গর্জে ওঠে
পাড় ভাঙ্গা ঢেউয়ের মতন!
ওরা গবেষণায় রপ্ত করে ধৃষ্টতা!
তবু আমি বিশ্বাসের আনন্দ নিয়ে
রয়ে যাব অবিচল চিরন্তন!