ইতিহাসের করিডোরে বর্জ্যের স্তুপ!
এখনও দুর্গন্ধ এসে বাতাস দুষিত করে;
আগামীর ইতিহাস ছায়া ফেলে
জীবন্ত সমাজের হৃদ গভীরে!


পৃথিবী এখন গ্লোবাল ভিলেজ;
নিঃশ্বাসের উত্তাপ সবাই অনুভবে,
দীর্ঘশ্বাসের ভারী বাতাসে আকাশে জমে
কৃষ্ণ কালো মেঘের মিছিল!
কখনও বর্ষে রক্ত বৃষ্টি,
কখনও ধুয়ে মুছে নিয়ে যায়
শালীনতা, মূল্যবোধ সাথে করে!


কতটা ছোট এই বসুধা!
মোড়লের আদলে সিংহরা করে রাজ
বাকি সব করজোড়ে করে অশ্রুপাত!
অথচ এখনও ডাইনোসরের ফসিল বিরল নয়!
ওরা কি আরও বেশী হিংস্র ছিল না?
শান্তির সংজ্ঞা ঢেকে গেছে গোধূলির আবিরে;
সমৃদ্ধ(!)হয়েছে যাদুঘর বেজন্মার রতিতে!


এখন বিপক্ষ থাকতে নেই;
প্রতিপক্ষ গড়ে তোলা হয় বিজয়ের স্বাদ পেতে!
এখন আর রহস্যের কুয়াশা নেই;
দর্পনে ভেসে উঠে দানবের মুখচ্ছবি
বিকৃত “মানুষের” আচারে!