কবিতার ভাষা যখন মারণাস্ত্রের মত!
সারা গায়ে পাই তার বারুদের ঘ্রাণ!
আলোহীন আলোচনার মত ঔজ্বল্যহীন
তেমনি ধারণা হয়, মৃতপ্রায়-নিষ্প্রাণ!


পালকহীন পাখির মতই নয় নান্দনিক
হৃদয়-মন কখনো করে না আন্দোলিত,
শঙ্কা ছড়িয়ে দেয় পাঠক মাঝে নিয়ত!
পাণ্ডুর গোলাপ সম নবাগত হয় ভীত!


পতনোন্মুখ পরাক্রমের ভাষা হয় কদর্য!
মিথ্যার বেশাতিতে সত্য হয় চূর্ণ-বিচূর্ণ!
খুনরঞ্জিত করে হাত! হতে থাকে ঘৃণ্য!
মানব নয় যেন, দানবের মতই বিবর্ণ!