বেমালুম ভুলে গেছি ফেলে আসা জীবনের কথা!
ভুলে গেছি, মনুষ্য সমাজের রীতি-নীতি, প্রথা!
সকলের উর্ধে উঠে হয়েছিলাম জনতার বিধাতা!
লিখেছি গর্ব ভরে অহমিত জীবনের কাব্যগাঁথা!


ইতিহাসের বাঁকে বাঁকে সমযের ফাঁক গলে
বেড়িয়ে এসেছি দিয়ে সবাইকে ধোঁকা;
অথচ ভুলে যাই, সময়ের বিবর্তনে কোন দিন
বিধাতাও বানাতে পারে আমাকেও বোকা!


আজ আমি নিঃস্ব, রিক্তহস্ত! পড়ে আছি জমিনে!
অথচ, এই দুই হাতে করেছি কতটা অপরাধ!
যে আমি দীপ্ত ইমারতে কত বার কত নামে
দিয়েছি আপনার প্রয়োজনে অহেতুক অপবাদ!


সেই আমার হৃদয় নিথর আজ পাথরের মত,
যেখানে জন্ম নিতো কত ষড়যন্ত্র দু্যতির আড়ালে!
অতঃপর মাটির গভীরে নির্মিত হয়ে গেল কক্ষ;
রুদ্ধ হয়েছে যেথা একেবারে চিরতরে বুদ্বুদ-অক্ষ!


সাক্ষী থেকো পৃথিবী, আজ আমি কতটা অসহায়;
সকল অর্জন ফেলে ভিখারির বেশে ফিরে চলেছি!
হে মানুষ! হয়তো অভিশাপ দেবে মনের অজান্তে;
মৃত বাঘের মত তাই শেষে পরাভব মেনে নিয়েছি!