কোন কিছুই নিরাকার নয় ব্যতিত নৃপতি!
বায়ুর প্রবাহে, আমার শ্বাস-প্রশ্বাসে,
অনুভবে জেগে থাকে নিরন্তর।


নিরাকারের বিমূর্ত রূপক দেখেছিলেন
মনছুর হেল্লাজ, মুসা কালিমুল্লাহ
আর কালের সাক্ষী তুর পাহাড়!


শয়তানও দৃশ্যমান হয় আচারে-প্রহসনে,
নারীর সম্ভ্রম হানীতে অথবা
অশ্লীলতায় কিংবা নগ্নতায়!


আমার মাঝেই আলো আছে-
আছে নিকষ কালো অন্ধকার,
তাই তো ব্যবধান রচিত হয় সভ্যতায়!


আমি যদি জানতাম শেষের খবর
হয়তো গড়তামই না মায়ার বাসর!