অনৈতিক ক্ষমতার লালসা
ধূলিস্যাৎ করেছে মুক্তিযুদ্ধের চেতনাকে!
জন্ম হয়েছে গভীর রাজনৈতিক সঙ্কটের!
নৈতিক অবক্ষয় গ্রাস করেছে চেতনার বীজ!


দমন-নিধনের অশ্লীল রাজনীতি সৃষ্টি করেছে শূন্যতা;
নষ্ট করেছে সামাজিক ভারসাম্য ও সুবিচার!
পরনির্ভর মানসিকতা স্বদেশকে ঠেলে দিয়েছে ক্রমাগত সঙ্কটে!
ন্যায়-অন্যায়ের সীমানা মুছে গেছে সত্য-মিথ্যার মিশ্রণে!


স্বদেশ আমার অশ্রুসজল, অপমৃত্যুর উপত্যকা;
খেলার ছলে, অকারণে চলে অপকর্ম বেশুমার!
ক্ষমতা নিয়ন্ত্রণের কূট কৌশলে উদ্বিগ্ন প্রজাকুল!
মানব জীবন আজ বড়ই সস্তা, বড়ই মূল্যহীন!


মানব চরিত্রে গ্রোথিত হয়েছে মিথ্যা ও প্রতারণা;
জাতি হারিয়েছে নৈতিক শক্তি এবং মূল্যবোধ!
রুদ্ধ হয়েছে সম্ভাবনার সমস্ত খোলা দ্বার!
জন্ম হয়েছে ক্ষোভ-বিক্ষোভ জিঘাংসা ও ঘৃণার!


সময় এসেছে মানুষের অন্তর্নিহিত শক্তিকে জাগ্রত করার;
দম্ভ-অহমিকা পরিহার করে ফিরে এসো মূল স্রোতে,
ফিরে এসো আত্মঘাতী রাজনীতির অকল্যাণ থেকে।
মানুষ পরিত্রাণ চায়; নিদারুন মানবিক বিপর্যয় থেকে।



বিঃ দ্রঃ- ২৭/১০/১৬ তারিখে “জাতীয় দৈনিক নয়া দিগন্তে” প্রকাশিত স্বনামধন্য রাজনীতিবিদ আ স ম আব্দুর রব সাহেবের লিখিত “মানুষের অন্তর্নিহিত শক্তিকে জাগ্রত করতে হবে” অবলম্বনে আমার ক্ষুদ্র প্রয়াস।