বার বার ঘুঘু তুমি খেয়ে যাও ধান
এবার আসলে জেনো বাঁচবে না প্রাণ,
অনেক দেখেছি আমি, তুমি বেঈমান
কলিজাটা ধরে মারো, জনমের টান!
তোমার বাঁচার তরে, আর নয় দান;
ক্ষুধা বলে বাঁচা আগে আপনার জান।
কত ক্ষণে কত ছলে করেছো সাবাড়
কত ঢঙে চুরি করে নিয়েছো খাবার!


এবার বুঝবে বাছা, কাকে বলে দন্ড
কারণ বুঝেছি আমি, তুমি বড় ভন্ড!
আর কত করে যাবি, ধৃষ্ট নিপীড়ন
আর কত করে যাবি, বিষ্ঠার বর্ষণ!
রাখবো পাতিয়া ফাঁদ, ঘটবে প্রয়াণ;
ভাববো না আর কভু তুমি মেহমান।