বিশ্বের ঢাকনাবিহীন দেশ গুলোর প্রজারা
মনের ক্রোধ মিটায় তার বাইক পুড়িয়ে!
কতটা হতাশ হলে মানুষ অভিমানী হয়!
কতটা অসহায় হলে স্বপ্ন দেখা ভুলে যায়!


ভয়ের চাদরের মাঝে লুকিয়ে থাকে রহস্য;
মিত্রহীন সমাজের নাগরিক করে আর্তনাদ!
আমরা বিজয়ের কত গল্প শুনাই প্রজন্মকে,
অথচ, বার বার হেরে যাই সময়ের কাছে।


ঐক্যহীনতার সঙ্কটে শুনি মুক্তির বিজ্ঞাপন!
কি এক অভিনব কৌশলের উলঙ্গ প্রদর্শন!
কল্পনার রাজ্যে বাস করে দেখি স্বপ্নবিলাস!
নির্ঝঞ্ঝাট পড়বো মুকুট! লক্ষণীয় অভিলাষ!