নীরব দুর্ভিক্ষ গ্রাস করে জীবনের সুস্থতা!
ক্ষুধার সাথে জোটে দেহ গ্রাসী পুষ্টিহীনতা!
কমতে থাকে নিত্য রোগ প্রতিরোধ ক্ষমতা!
অতঃপর ভাইরাসের হামলায় আসে জড়তা!
প্রসন্নতার চূড়ায় যারা গড়ে স্বপ্নিল আবাস!
তার ঘরে তথ্য নিয়ে দেখ, করছে উল্লাস!
তারা ভোগ করছে স্বপ্ন রাজ্যের মহোৎসব!
অথচ, কোথাও কোথাও কলমিরও অভাব!


করোনার চাপে চ্যাপটা হয় কত দু:স্থজনে;
কেউ বা অন্ধ প্রকোষ্ঠে মৃত্যুর প্রহর গুনে!
কারাই বা রাখে এখন আর কাদের খবর!
পেটে পাথর বেঁধে করছে অনেকেই সবর!
যদি কখনো আসে আঙিনায় মুক্তির দিন!
হয় তো আবার হবে আগের মতই রঙিন।