নিসর্গের ভালোবাসা টেনে নিয়ে যায়
আঁকাবাঁকা পথ বেয়ে অজানার দেশে!
যেখানে খেলা করে মৃদুমন্দ বাতাস-
আবেগী ছন্দ আর বর্ণালী স্বপ্নের সাথে।
পিচঢালা মসৃণ পথ যেন ডেকে বলে-
এসো নিয়ে যাই তোমায় স্বপ্নের দেশে।
কোলাহলমুক্ত কি এক শান্ত পৃথিবীর
হাতছানী দু’চোখে ছড়িয়ে দেয় মুগ্ধতা!
মেঘের সাথে পর্বতের কি যে মিতালী
শুভ্র বরফের টুপি পড়া যেন কাব্যপ্রভা।
দু’পাশে দাঁড়িয়ে এক পায়ে ঝাউগাছ;
টালি দিয়ে গড়া কত বর্ণময় জনপদ-
যেন যাদুর পরশে শুধু টেনে নিয়ে যায়,
দু’চোখ ভরে শুধু দেখে যেতে মন চায়!
নিসর্গের মাঝে যে ছড়িয়ে রয়েছে নেশা,
ইচ্ছে করে তাই, শুধু ভালোবেসে যাই।