আমি রক্তচক্ষু দেখব কত আর!
মুক্ত হবার প্রয়াস ছিল-
দুখ সাগরে ডুবিয়ে দিল!
প্রতিবাদ কত করছি বারে বার!


মায়েদের আঁচল অশ্রুর আধার!
স্বপ্ন ছিল বিশুদ্ধ ঝর্ণার-
অহম ছিলো স্বাধীনতার;
পেয়েছিল ফিরে ফের অধিকার।


কখনো কখনো আসমান হারায়
তাহার উজ্জলতার প্রকাশ,
ছাড়ে কষ্টমাখা দীর্ঘশ্বাস!
উদাস দৃষ্টি ঢেকে যায় ধোঁয়ায়!


ইতিহাস আবেগের গোলাম নয়;
আস্লেই আলোর জোয়ার
ঘুচবেই কালো অন্ধকার।
আসবে তখন নিষ্পেষিতের জয়।