দর্শন সংকটে দেউলিয়া বিশ্ব রাজনীতির
অশুভ ছায়ায় বঙ্গভুবনও এখন
বিদ্রুপের সুফলা মাঠ!
সংস্কৃতির ব্যঙ্গচিত্রও উদ্ধত ফণা তুলে
লাল-সবুজের চৈতন্যকে করে উপহাস!
মূল্যবোধের মূল্য এখন শূন্যের কোটায়,
অবক্ষয়ের সংজ্ঞাও এখন ভুলে গেছি
বৈচিত্রময় আসক্তির প্লাবনে!
অজানা আতঙ্ক ঐতিহ্য গ্রাস করে করে
বিনম্র জনতার লালিত সাধকে করে বেত্রাঘাত!
প্রলাপ প্রাবল্যে দানব নৃত্যে বিভোর!
ঘুণ পোকার তান্ডবে দেশপ্রেমও ভস্মপ্রায়,
শকুন-শকুনির পিঠে অনাকাঙ্খিত প্রলয়
ওঁৎ পেতে থাকে অশুভ সংকেতের অপেক্ষায়!
শহীদের খুনে গৌরবজ্জল সবুজ প্রান্তরও
জননীর আঁচলে মুখ ঢেকে লজ্জা লুকায়!
ক্ষমতার পালাবদল নাট্যকলার ছন্দে
আবর্তিত হয়ে মুক্তির নক্সা এঁকে এঁকে দেখায়
আর হাঁদারামের দল মূল্যহীন রক্ত ঝরায়!
নিরন্তর পুঁজি লুটের মহোৎসব চলে সগৌরবে!
যদি কোনদিন প্রচন্ড ঝাঁকুনিতে
ঘুরে দাঁড়ায় সুবোধ বালক,
হয়তো সেই দিন লেখা হবে কলঙ্কের ইতিহাস!