নিঃসঙ্গ মানুষ কতক্ষণ আর চলতে পারে আপন খেয়ালে!
নিরাসক্তি এসে গ্রাস করে! কেড়ে নেয় সৃজনশীলতা!
পথ মনে হয় দীর্ঘতম! বন্ধুর! কন্টকাকীর্ণ!
অথচ, চলতে হবে সেই লক্ষ্যে, যেখানে রয়েছে মোহনা।
যদিও এক সময় থেমে যাবে পদযুগল! পথ হবে শেষ!
তবে, আসলেও কি শেষ হবে আত্মার পথ চলা?
আত্মার এ পথ চলা হবে না শেষ, চলবে অনন্তকাল!
আমাদের চাওয়া-না চাওয়ায় কি বা আসে যায়!


কি এক খেলা চলে অদৃশ্য কারিগরের নিপুণ ইশারায়!
কি এক মায়াজাল বেঁধে রাখে আঁচলের ছায়ায়!
যায় না ছিঁড়ে যাওয়া, তবু চলে যেতে হয়-
একরাশ অতৃপ্ত বেদনাকে সাথে নিয়ে অনন্তপুর!
যাবার বেলায় মিলে না হিসাব, কিছু বাকি রয়ে যায়!
মনে হয়, থাকতে পারতাম যদি আরো কিছুটা সময়!