বাতিল তত্ত্ব মূলধন করে টিকে থাকার
অদম্য বাসনা বুঝি সফল হবেনা আর!
তবু করে ওরা বাতিলের চর্চ্চা নিরন্তর!
ঘড়ির কাটার মত ক্ষণও সদা চলমান।
যুগের সাথে বদলে যায় বিশ্বাস-দর্শন;
কোন কিছুই নিথর নয়-গতিময় বলেই-
বিভক্তদের মাঝে চলে ক্রমাগত ঘর্ষণ।
জীর্ণ পরাজিত হয়! নবীনরা পায় জয়।
সৃষ্টি রহস্য মানুষদের করছে চমকিত!
ষড়যন্ত্রের গতি কখনোবা থমকে যায়!
জয়ের ধারাবাহিকতা তাই, ধাক্কা খায়!
অবিশ্বাস্য ভাবে হয়, অমিত্র-আবির্ভূত!
কেউ হাসে-কেউ কাঁদে! এই দুনিয়ায়;
কারো জোটে নবস্বর্গ, কেউ বা হারায়!