পাপের ঘূর্ণিপাকে বন্দী মানব!
যাদের ভবন যেন অবিকল চিড়িয়াখানা!
মানুষের সততাকে যারা ভাবে  ভন্ডামী!
অথবা বোকা ভেবে করে নির্মম অবজ্ঞা,
অথচ, নিজেদের অজান্তেই হয়ে গেছে
নিজেরাই দাজ্জালের অনুগামী!


আসলে নষ্ট মানুষের কোন কষ্ট নেই;
নর্দমায় দেখে না কীটের অবাধ প্রজনন,
বাজারকে ভাবে না পাপের আবাসন!
ধর্মকে আলেয়া ভেবে করে পরিহাস!


ভ্রষ্টতা, পরকীয়াকে দেয় নিয়মের বৈধতা!
নিষিদ্ধ আঁধারে জ্বালিয়ে ভোগের বাতি,
যৌবনের জয়গান গায় নির্ঘুম রাত্রি!
তবুও নিজেদের ভাবে, শ্রেষ্ঠ অধীতী!


লিঙ্গ বৈষম্যের ওরা করে না পরোয়া;
পোষাক পরিহিতা যত জীবন্ত নগ্ন নারী,
আপনাকে ভাবে সবজান্তা নিরন্তর!
অবাধ্য স্রোতে ভাসায় উদার যৌনতরী!