এ যদি ধোঁকা হয়
পোকা রবে মগজে,
চুষে চুষে খাবে খুন
রয়ে যাবে সমাজে।


দানব আপন নয়
বাড়ে দিনে দিনে,
অসহায় মানবকুল
ভালো করে জানে।


পুষে যদি রাখ প্রিয়
হবে বড় ভুল,
একদিন দেখতে পাবে
ওরাই চড়াবে শূল!


নিবন্ত কর প্রেম শিখা
আসুক না ঝড়,
নব প্রাতে নবীন এসে
খুঁজে নিক ঘর।


সুখকর হোক দেশ
ব্যথা হোক দূর,
পুলকে নাচুক পাখি
বাজিয়ে নূপুর।