ঘামঝরা লোনাজলে জন্ম নেয়
সাফল্যের বীজ।
এসো অলসতা পরিহার করে
প্রমাণ রাখি সৃজনশীলতার,
নতুন উদ্যমে নতুন ফসল ফলিয়ে
সৃষ্টির আনন্দকে করি উপভোগ।
সংশয়কে ঝেঁটিয়ে দূর করে হই আশাবাদী।
দারিদ্রকে জয় করার শক্তি জীবনকে
পৌঁছে দিতে পারে সাফল্যের চূড়ায়।
কাজের মাঝেই জন্ম নেয় আগামীর স্বপ্ন।
কর্ম দূর করে লজ্জা, সংকোচ আর জড়তা্;
দূর করে দারিদ্রের কষাঘাত
আর বেকারত্বের অভিশাপ।
তাই, এসো সবে কাজ করে হই ধন্য,
গড়ে তুলি সোনার বাংলাদেশ।