ও নদী তুই আপন মনে, কেন্ সাগরে যাস?
সাগর জলে মিশে গিয়ে, কেন্ হারাতে চাস?
বুকের মাঝে ঊর্মি পুষে কি এমন সুখ পাস?
কূল ভেঙ্গে করিস মাতম! জমি কেড়ে খাস!
রুদ্রমূর্তি ধারণ করে ঢের ফসল করিস নাশ!
কার ভূমিটা কাকে দিয়ে কাকে বানাস দাস?
দায়-দয়াহীন হিংস্র স্বভাব, কেমন অভিলাষ?
ও নদী তুই আপন মনে, কেন্ সাগরে যাস?


বাঁধ দিয়ে রুখবো তোকে পাবি না আর লাশ;
পারবে না রে সাগর তখন করতে কিন্তু গ্রাস!
মনের সুখে করবো সবাই নিজের জমিন চাষ;
তখন দেশের সবাই মিলে সুখে করবো বাস।
অনেক কষ্ট পেয়ে তাই, করলাম এবার ফাঁস!
নদী তোরে রুদ্ধ করে নিবো নিরাপদ নিঃশ্বাস।