ইদানীং, রঙিন জগতের কিছু
গুপ্ত চিত্র আলোর মুখ দেখলো!
আহা! স্বপ্নময় কি সেই নরক!
যেইখানে আইনের বালাই নেই!
মুক্ত জীবনের অনাবিল আনন্দ!
তবে চাই সেথায় টাকার বস্তা!
জীবন কতই মধুর জেনে নাও;
যৌবন ফুরিয়ে গেলে সব শেষ!
কে বলে জীবন আনন্দ বিহীন!
চিন্তাও লজ্জা পায় সেই রঙ্গমঞ্চে!
কি এক অনুপম সভ্যতার দৃশ্য!
তাই তো বলি, কেন চাই এতো
টাকা-এতো অফুরন্ত ধন-সম্পদ!
আহা কি রঙের বাহার সেখানে,
যেথা পাবে বিচিত্র যৌন সম্ভার!
লুটে নাও মহাসুখ থাকতে সময়!