স্বপ্নহীন মানুষের মনে যদি বাসা বাঁধে দ্রোহ!
তবে কি ন্যয্যতার অপমৃত্যু হবে অবনীতে?
জরা-খরা বাসা বাঁধে যাদের জীবনে অবিরত,
তাদের কাছে আশা করি সৃজনশীলতা কেন?
মৃত্যুর সাথে যারা পাঞ্জা লড়ে অন্নহীন পেটে,
তাদের উদ্দেশ্যে বর্ষণ করি ভারী ভারী বাণী!
বুমেরাং হবেই অবলীলায়, এটা সবাই জানি,
তারপরও যারা করে নিরন্তর না জানার ভান!
তারা কি ভিনগ্রহের প্রাণী নাকি অভিশপ্ত জীব!
কি করে ভুলে যায় জীবনের ধারাপাত নীরবে!
মানুষ ভুলেই গিয়েছিল, গোয়েবলসের কাহিনী
কিন্তু, ইদানীং উঁকি দেয় তার কথা সবার মনে!
বরং, সে যদি দেখতো ফিরে এসে মর্ত্যের দৃশ্য,
হতবাক হতো তার অনুসারীর দীর্ঘ বহর দেখে!
দাবী করি আমরাও মানুষ! বাস করি সানন্দে!
যেন হযনি কিছুই, পাচ্ছে না কেউ কোন দুর্গন্ধ!
কল্পলোকের ভাবনা এসে গ্রাস করে সত্যকে!
ভাবি, আমিই শুধু নাগরিক, আর বাকিরা নগন্য!
আসলে ওরা স্বয়ং আঁধরের বাসিন্দা, কি জঘন্য!
আখেরে মনে রেখ, ওরাই হবে নরকী বলে গণ্য!