ওরা জানেই না,
বসে আছে সুপ্ত আগ্নেয়গিরির চূড়ায়!
হয়তো শুরু হবে অগ্ন্যুৎপাত যে কোন সময়!
অথচ, অন্যকে ধমকের সুরে ক্ষমতা দেখায়!
উঠতে-বসতে পিষে মারার হুমকি দেয়!


আকাশেও পাকিয়েছে কালো মেঘের কুন্ডলি!
উঠে যদি ঝড় তবে দুমড়ে-মুচড়ে যাবে
সাজানো বাগান! উড়ে যাবে সঞ্চিত অর্জন!
ভেসে যাবে জলোচ্ছাসের তোড়ে দুর্গদ্বার!
বিলাসী জীবনের স্বপ্নটুকু হবে খান খান!


আলেয়ার আলো জ্বেলে যতই ভাবো তুমি
জ্বালিয়েছি আলোর মশাল, আসলে সত্য নয়!
অতন্দ্র প্রহরীরা কাটিয়েছে বিনিদ্র রাত!
বুঝতে চায়, নির্মিত ত্রাসের শেকড় কোথায়!
কারণ, উপড়ে ফেলতে চায় ওরা নষ্ট বিধান।