বিভাজনের পাশা খেলায় বিশ্ব এখন বারুদময়!
আহত পৃথিবী গুনছে মাশুল চলিতেছে অবক্ষয়!    
মানবতার আবেদন যারা প্রত্যাখ্যান করে মর্ত্যে
মাতৃত্বের দাবীকে ওরা উপেক্ষা করে স্বীয় স্বার্থে!
ধৃষ্ট-ভ্রষ্ট সভ্যতার কলঙ্ক্ই নয়, কুলাঙ্গারও বটে!
মিথ্যে অহমে ভাবে মহাজন অচক্ষুর মত ছোটে!


বিধান মানে না, মানে না শর্ত, অশোভন মনন!
ঈর্ষা-বিদ্বেষ-আক্রোশে করে আপন কবর খনন!
ফাঁদে পড়ে কাঁদে দুর্বল! হৃদে চলমান রক্তক্ষরণ
অনলে জ্বলে মাটির দেহ, কষ্টকে করে আলীঙ্গন!
তবুও নাছোড়! কশাঘাতে মারে, করে বিশোষণ,
গারদ ছাড়ে পরান পাখি, স্বজনেরা করে রোদন!