বুনো মেঘে ভয়ার্ত ফাগুনও
প্রলয়ের ভয়ে খুঁজে বিনম্র ছায়া!
আমি তো ক্ষুদ্র মানুষ এক ঈমানহারা;
আমাকে যদি পাগলও ভাব, দুঃখ নেই কোন,
তবে এটুকু বলবো, আমি যে অসহায় ঘর পোড়া!


তোমার মত আমিও স্বপ্ন দেখতাম;
ওই নীলাকাশে আমারও আঙিনা ছিল,
ছিল রংধনু রঙে রঞ্জিত হবার আকাঙ্খা ।
আমিও ছুটে বেড়িয়েছি রাজমহলের কার্নিশ
ঘেঁষে সুখটাকে একটু খানি ছুঁয়ে দেখবো বলে!


কোন এক অশুভ ক্ষণে বেয়ারা ইচ্ছেরা
প্রতিবাদী স্লোগান হয়ে তরঙ্গ ভাঙ্গার
দূরন্ত দুঃসাহস দেখাতে চেয়েছিল!
স্নেহ মায়া মমতার পিছুটানকে
বাধার প্রাচীর বলে বলে
উপহাস করেছিল!


সেই পরাজিত ইচ্ছেরা আজ
অরণ্যে রোদনের সেই গল্প বলার
সামান্য সাহসটুকুও হারিয়ে বসে আছে!


এখন আর সুখের স্পর্শ খুঁজি না;
কৈফিয়তের দুর্ভাবনা আর ভালবাসাকে
অবহেলা করার প্রাপ্য অবজ্ঞা, সবার অলক্ষ্যে
আমাকে অনেকের মতই নতজানু করে দিয়ে গেল!