আমি হাসবো নাকি কাঁদবো জেনে তোমার পরিচয়
তোমার কাজল কালো ডাগর চোখে স্বপ্ন কথা কয়,
মন যমুনায় বৈঠা হাতে নাও বেয়ে যাই দিবা-রাতে
তোমার সাথে আমার যেন চাঁদনী রাতে মিলন হয়।
আমি হাসবো নাকি কাঁদবো জেনে তোমার পরিচয়।।


বৃষ্টি ভেজা মিষ্টি রাতে তোমার কথা পড়তো মনে
আমার পাশে থাকলে তুমি করবো আমি বিশ্ব জয়,
এ দুই চোখে তন্দ্রা মাখি, আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখি
তোমার সাথে আমার যেন হয় গো পরিণয়।
আমি হাসবো নাকি কাঁদবো জেনে তোমার পরিচয়।।


শিশির ভেজা সবুজ ঘাসে নগ্ন পায়ের দৃশ্য ভাসে
দখিন হাওয়ায় উড়ে আঁচল, হাসি তোমার কাব্যময়,
আঁকি তোমার শ্যামল ছবি, মন হয়ে যায় বিশ্বকবি
নতুন ভোরে তোমায় দেখে আপন মনে হয়।
আমি হাসবো নাকি কাঁদবো জেনে তোমার পরিচয়।।


খেলার ছলে শিশুর দলে দেখা হতো রোজ বিকেলে
হারিয়ে গেলে এক সকালে তাই কি প্রাণে সয়!
চির চেনা গাঁয়ের পথে, আবার দেখা তোমার সাথে
মিষ্টি হাসি দিয়ে তুমি হৃদয় আমার করলে জয়,
আমি হাসবো নাকি কাঁদবো জেনে তোমার পরিচয়।।