বৈশাখী ঝড়ে যদি ভেঙ্গে যায় এই মন
মিছে হবে ভালবাসা, নবান্নের আয়োজন।
নিপীড়িত মানুষের কেউ নেই আপনজন
প্রেম বিনে ছিঁড়ে যাবে সোহাগের বন্ধন!


তবুও আসুক ঝড়, উড়ে যাক চালা ঘর;
প্রতিদিনই বাড়ছেই নানা দেশে যাযাবর!
আকাশে সেজেছে ঢের কালো মেঘ ঘনঘোর
প্রকৃতির সাথে সাথে মেতেছে আদমখোর!


মুক্তির আকুতি শুনি, চোখ যায় যতদূর
পাষাণী জিদের বশে আচরণ করে রূঢ়!
বিরাণ বাসর খানি হারিয়েছে প্রীতি সুর
বাসনা করেছে গ্রাস, বেরহম-অপয়া মূঢ়!


ফাগুনে আগুন জ্বেলে শ্লীলতার করে নাশ
বোশেখের কালো মেঘে মুখোশের পরিহাস!
বিবর্ণ প্রজাপতি খোঁজে মোহনীয় নীলাকাশ
আগ্রাসী অভিলাষী চালায় নিন্দিত প্রয়াস!


সত্যের তরে লড়ে করে মিথ্যের অবসান;
প্রত্যয়ী সরলমনা যত উৎসর্গ করে প্রাণ!
ফিরে পেতে চায় ওরা গোলাপের সুঘ্রাণ
ইতিহাস গড়ে ওরা হয়ে যায় মহিয়ান।