দু’শতাধিক বছরের অধিক সময় ধরে আছি দুঃস্বপ্নের ঘোরে!
দুঃশাসনের পাশবিকতা ঘুরপাক খেয়েছে ষড়যন্ত্রের ঘেরাটোপে!
এ সময়ে অনেকবার বিকিকিনি হয়েছে মানুষের আত্মা!
অনেকে বন্ধক রেখেছে অনেকের বিবেক পার্থিব লাভালাভে!
এরই মাঝে জন্মেছে কতশত রথী-মহারথী ডানে-বাঁয়ে!
কত নামে-কত দামে ছড়িয়েছে তারা আধুনিকতার বিষবাষ্প!
খেলেছে কত কৌশলের খেলা নানা ঢঙে, নানা ছলে, নানা ছন্দে!
তবু, আসেনি শান্তি! যদিও তৈরী হয়েছে কতজনের কত গল্প!


নতুন বিশ্ব গড়ার প্রাণান্ত প্রয়াসের এখনো হয়নি চির অবসান,
আসছে চমকের পর চমক! তারপরও আছে চূড়ান্ত অবশেষ!
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেদিকেই নিয়ে যাচ্ছে অবনীকে!
জমজমাট ধূম্রজালে কুয়াশার চাদর! খুঁজে মরি আলোর পথ!
আঁধারে ঢেকে গেছে অলিগলি রাজপথ, বিষন্নতা করেছে গ্রাস!
যার মাঝে আছে অনেকেই খাস! ছড়িয়ে দিযেছে অজস্র লাশ!
নামেই শুধু ঘটেছে তারতম্য! কাজের বেলা নয় কিছু অনন্য!
তবুও লেগে আছে! চায় কাছে, নষ্ট কাজে সকলের আনুকূল্য!


আগামী বিশ্ব গড়তে এবার ভাগ হবে বিশ্বমানব দুই ভাগে!
প্রমাণিত হয়ে যাবে চিরতরে, কারা সত্য আর কারা মিথ্যে!
হয় তো নয় বেশি দূর, হেরে যাবে ধূর! বদলে যাবে সুর।
অভ্যুত্থান ঘটবে আলোর পৃথিবীর নাকি একচোখা বিশ্বের!