যেই অতীত, নিঃস্ব করে দেয়!
সে কি আর প্রাতঃস্মরণীয় হয়?
বর্তমান পায় না মধুর সরোবর,
যোগফল হলো যার নৈরাশ্যকর।
অতএব, ভাবতে দোষ কোথায়-
পরবর্তী দর্শনও ভীষণ ভয়ঙ্কর!


তবুও স্বপ্ন দেখি, আশাবাদী হই;
সাহস সঞ্চয় করি এগিয়ে যাবার,
নিত্য শপথ করি দেয়াল ভাঙ্গার।
সোনালি দিন ফিরে এলে আবার
সেই দিন দুঃখ-কষ্টরা হবে বাসী
নতুন প্রজন্মের মুখে ফুটবে হাসি।


আমি সুখের সংজ্ঞা খুঁজি দৈনিক;
জীবন সংগ্রামে জিতে যে সৈনিক
সে গড়বে নতুন ইতিহাস সমাজে
সেইতো প্রশংসিত হবে সব কাজে।