জানালার ফাঁক গলে আসতো যদি কোন
জ্যোতির্ময় সম্ভাবনার আগমনী বার্তা;
অবজ্ঞা করতাম মর্ত্যলোকের ঐশ্বর্য!
ঐশ্বরিক শান্তির একটি কণাও যদি উঁকি দিত,
ভুলে যেতাম জীবনের চাকচিক্যময় অধ্যায়।


হায় মানুষ! ফাগুনের আগুনেই ঝলসে যায়
হৃদয়! সৃষ্টি হয় উন্মাদনার রঙিন দৃশ্যপট!
পরিপাটি স্বপ্নের বিকিরণ সৃষ্টি করে সংশয়!
আবেগ খুবলে খায় চেতনার সঞ্চিত প্রেম!
আমরা হারিয়ে ফেলি খেই, হারিয়ে ফেলি
জীবনের লক্ষ্য, হাতড়ে মরি একটু উষ্ণতা!


কিন্তু, ভাবনার গভীর থেকে কোন কোন ক্ষণে
কেউ যেনো ডেকে ডেকে ফিসফিস করে বলে,
হে পান্থ মনে রেখ, এ পথ তোমার নয়!
একটু ধৈর্য ধরে অপেক্ষা করো আগামী
সুন্দর-সৌন্দর্যময় পবিত্র জীবনের তরে।
যেখানে ছড়িয়ে আছে মোহনীয় শান্তির প্রাচুর্য।