বৈশ্বিক ভারসাম্যহীনতা আর পরিবেশের মারাত্বক
অবনতিই বুঝি বিজ্ঞানের অগ্রযাত্রার মহাপরিচায়ক?
উল্লসিত বিজ্ঞানীর গালভরা চটকদার বুলিতে
চমকের বাহার থাকলেও বিস্মিত নয় আসমানবাসী।


মূল্যবোধের অবক্ষয়, মানবতার বিপর্যয়, এসবই
বুঝি বিজ্ঞানের অনন্য অবদানের শুভ সূচক?
সময় এসেছে নতুন করে ভাবার, ঘাটতি কোথায়!
চেতনার দীনতা মুক্তির আকুতিকে করে শঙ্কিত!


বদলে গেছে জীবনের অর্থ, প্রেমের শাশ্বত সংজ্ঞা;
অনাবিল আনন্দ শোকের মোড়কে করে ব্যঙ্গ!
পরিবেশ, মানবকুল যেন প্রতিশোধ স্পৃহায় উন্মত্ত,
ঈর্ষা-বিদ্বেষ-হিংসা বিজ্ঞানেরই পার্শ্ব প্রতিক্রিয়া!