যখনই দেখি পথহারা কিছু মেধাবী মুখ
আলোর পথ খুঁজে পায়,
স্বীয় চলার পথ, হয়তো বা আলোকিত
সেকথা সত্য মনে হয়।


সমাজ যখন দেখতে পায় বিনষ্ট মানুষের
চরিত্র ধান্দায় ব্যস্ত রয়!
এমনই অসুস্থ সময়েও তারা পরিশুদ্ধ পথ
খুঁজে পেতে চায় স্বেচ্ছায়।


ওরাই মহান যারা ভুলে যায় পূর্ব অবস্থান
শুধু সত্য পাবার আশায়,
পিছুটান ছুঁড়ে ফেলে ছুটে আল্লাহ্’র পথে
স্বর্গের পথে নাও ভাসায়।


বিস্মিত শয়তান! ওদের জন্য স্রষ্টাও গর্বিত;
শতবিঘ্নেও যারা ভগ্ন নয়,
ওরা জয়ের পথ চিনে গেছে খোদার ইচ্ছায়
তাই ভাবে ওরা পাবে জয়।


ওরাই সফল যারা সত্যকে বুকে ধারণ করে
পাড়ি দেয় দুর্গম-বন্ধুর পথ,
মহান বিচারকের বিচারে তারাই শ্রেষ্ঠ মানব
যারা নির্ভীক, চরিত্রেও মহৎ।