ফাগুনের আগুন ঝরা দিনে
জীবনের স্বপ্নগুলো
রাঙিয়ে দিয়েছিল
মুক্তিসেনারা বুকের তাজা খুনে!


মিলনের কাব্যগুলো গিয়েছিল ঝরে
কবিতার ছন্দগুলো
হারিয়ে গিয়েছিল
কবিরা লিখেছিল আবার নতুন করে!


প্রেমিকের প্রেম ছিল না হৃদয়ে
কাননের পুষ্পগুলো
শুকিয়ে মরেছিল
ভালবাসা আবাদ হ’লো আবার নতুন প্রাণে!


সেদিনের তারা ভরা রাতে
মুক্তির নেশায় মেতে
বারুদের তপ্তে তেতে
এনেছিল ওরা নতুন সূর্য প্রাতে।