আমি হারিয়ে যেতে চাই শূন্যতায়!
মায়ার বাঁধন আর মর্ত্যের ক্লান্তি ভুলে!
যেখানে থাকবে না মমতায় ঘেরা পিছুটান।
উদাস দৃষ্টিতে দেখবো শুধু উদার আসমান!
যার মাঝে থাকবে না স্বার্থের খেলা,
নিন্দিত কথামালা, ক্লেদ আর অভিমান।


হৃদয়ের মাঝে অনুভূতি মোচড় দিলে
মনের আকাশে বইতে থাকে ঝড়-তুফান!
মনের অজান্তে হৃদয়ের কথা যখন কাব্যময়
হয়ে উঠে, জন্ম নেয় এক ধরণের সান্ত্বনা!
বাড়তে থাকে ভুল পথে ধাবিত হবার প্রবণতা,
তবুও, থাকে বিশুদ্ধ পথে ফিরে আসার উদ্যম।


অবিরত জন্ম নেয় নতুন ভাবনার প্রেক্ষাপট,
এভাবেই চলতে থাকে কাব্যকথার অগ্রযাত্রা।