আসরের একজন প্রিয় কবির মর্মবেদনায় সহমর্মিতা প্রকাশের উদ্দেশ্যে আমার আজকের নিবেদন



যদিও অরণ্য মাঝে করি বসবাস
তবুও মনে হয় যেন দ্বীপবাসী!
সুখকে আড়ি দিয়ে দুঃখকে ভালবেসে
এই তো আমি বেশ ভালই আছি।


তুমিও ভাল থেক ভাললাগা নিয়ে,
অবনী সাজাতে থাক আল্পনা দিয়ে,
আমার আকাশে নেই বর্ণালী রঙধনু;
ক্লান্ত জোছনারা পড়েছে ঘুমিয়ে।


যদিও দেহ থাকে স্বপ্ন চূড়ায়
হৃদয় আঙ্গিনা তবু পুড়ছে খরায়!
অকাল শ্রাবণে ঝরে অশ্রুর বন্যা
সময় কাটে না আর অপয়া ধরায়!


নীলের সাগরে ডুবে রয়েছো অধোগামী
অচেনা মনে করে ভুলে যেতে চাই আমি,
ঘৃণার চাদরে ঢেকে রেখেছি তোমায়
নিজেকে যতই ভাব অনন্যা, বহুদামী!