ঈমান বাঁচাতে উজান স্রোতে
পাড়ি দিতে হবে গাঙ,
সত্য বাঁচাতে আল্লাহ্’র পথে
লড়ে যেতে হবে জং।


জীবনের ভয়ে রইবে লুকিয়ে
মরতে হবে না কার?
কিতাবের দাবী করতে পূরণ
মোহ করো পরিহার।


ছায়াবৃত স্বপ্ন করিয়া লালন
অবনীকে ভালোবাসি,
অবাধ্য হৃদয় হয় অসংযমী
সত্যকে বলিছে বাসী!  


মিথ্যাকে করি হৃদয়ে লালন,
ষড়যন্ত্রেরই অপনাম!
অহেতুক বলি মনগড়া কথা,
করি কত বদনাম!


গীবতের দোষে হলে গ্রেপ্তার
সাজার উপর সাজা!
যতই হই আমি প্রভাবশালী!
যতই হই না রাজা!